রিশালে আকস্মিক প্রচন্ড গতিতে ঝড়োহাওয়া শুরু হয়েছে। রোববার (০৬ জুন) খুব সকালে এক দফায় ঝড়োহাওয়া ও বৃষ্টিপাত হয়। এর পরে আকাশ স্বাভাবিক থাকলে দুপুর গড়াতেই মেঘে চারদিন অন্ধকার হয়ে আসে। বেলা ২টার পরপরই আকস্মিক প্রচন্ড গতিতে ঝড়োহাওয়া শুরু হয়।
এদিকে ঝড় শুরুর সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে বিদ্যুৎ বিভাগ।