More

    বরিশালে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসসহ ছিনতাইকারী আটক

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ আরিফুজ্জামান রুবেল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

    শনিবার (১২ জুন) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলারা থেকে তাকে আটক করা হয়।

    আটক রুবেল নড়াইল জেলার লোহাগড়া এলাকার বাসিন্দা।

    গৌরনদী হাইওয়ে থানার চার্জ অফিসার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস নিয়ে এক ছিনতাইকারী ঢাকায় পালিয়ে যাচ্ছেন। এ সময় গৌরনদীর মাহিলারা এলাকা থেকে মাইক্রোবাসসহ তাকে আটক করা হয়।

    তিনি বলেন, ছিনতাইকারী রুবেলকে ও গাড়িটি উজিরপুর থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ রুবেলকে জিজ্ঞাসাবাদ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসুস্থ দিনমজুর নাছিরের

    অনলাইন ডেস্ক: এক সময় দিনমজুরের কাজ করে সংসার চালাতো নাছির খান। আর তার আয়ে চলতো ৫ সদস্যের সংসার। দীর্ঘ...