More

    বরিশালে কলাগাছ খাওয়ায় দুটি গরু কুপিয়ে রক্তাক্ত করলো মেম্বারপুত্র

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লিটন মেম্বার এর ছেলে রাহাত‘র অপকর্মের শেষ কোথায়? মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সামান্য কলাগাছ খাওয়ায় দুটি গরুকে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত করলেন রাহাত। রাহাত বাবার মেম্বারী ক্ষমতার বলে এলাকাও ধাপিয়ে বেড়াচ্ছেন। চালিয়ে যাচ্ছেন নানা অপকর্ম।

    জানা যায়, মো: মামুন আকন (৩৫) ও মকবুল আকন (৭০) এর দুটি গরু বিলের পাশে বেধে রাখেন। দুপুরে মামুন আকনের স্ত্রী গরু আনতে গেলে গরু না পাওয়ায় পাশেই লিটন মেম্বারের কলা বাগানে একটি গরু রক্তাক্ত অবস্থায় এবং আরেকটি গরুকে রাহাত ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিচ্ছে। তিনি ভয়তে ওখানে না গিয়ে সাথে সাথে তার স্বামী মামুনকে জানাই। খবর পেয়ে গরুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তাৎক্ষণিক পশু চিকিৎসক মো: মনির ডাক্তারকে জানালে তিনি একটি গরুকে ৮ টি সেলাই এবং অপর গরুটির দুই স্থানে ৪টি-২ টি সেলাই ও চিকিৎসা দেন।

    মামুন আকন জানান, সামান্য কলাগাছ খাওয়া জের ধরে আমাদের দুটি গরুকে কুপিয়ে রক্তাক্ত করলো রাহাত। আমি লিটন মেম্বারের কাছে গিয়ে জানতে চাইলে সে বলে কলাগাছ খাইছে আমার, আবার বিচারও দিতে আইছো। যা তুই পারলে গিয়ে কিছু কর। মামুন আকন আরো জানান, আমার ১টি গরুর দাম আনুমানিক ৫০ হাজার ও আরেক টি গরুর দাম ৪০ হাজার টাকার মতো।

    আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম জানান, মামুন আকন আমার কাছে এসে তার বিষয়টি জানিয়েছে । তবে জীবিত একটি পশুকে এভাবে রক্তাক্ত করা কোনো মানুষের কাছে শোভা পায়না। মানুষ হলে এ কাজটি করতে পারেনা। এটি জঘন্যতম কাজ এ ঘটনার তিব্র নিন্দা জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ

    দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০৭ জনের মৃত্যু হয়েছে,...