More

    গৌরনদীতে খাদ্য সহায়তা বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার গৌরনদী উপজেলার ১২৮টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্স’র খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। ইউএনডিপি’র অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় আভাস ও এইড’র আয়োজনে খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
    সহায়তা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, আভাসর প্রজেক্ট অফিসার আলী আহসান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক ডেনিশ মারান্ডী উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারের মাঝে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ লিটার তৈল, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, ১ কেজি চিরা এবং ৬ টি সাবান বিতরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...