More

    করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় গৌরনদীতে করোনা বিস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং করোনা প্রতিরোধে সরকারের নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়নে সকলের সহায়তার আহবান জানান প্রশাসনিক কর্মকর্তারা। বিশেষ করে ২৪ ঘন্টায় ৭জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এলাকায় অনেকটা আতংক সৃষ্টি হয়।

    সভায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমরুল হাসান জানান, ২০২০ সালের মার্চ থেকে ২৮ জুন ২০২১ পর্যন্ত গৌরনদী উপজেলা করোনা রোগী শনাক্ত হয়েছে ২৪৪জন। সুস্থ্য হয়েছেন ২১৪ জন। মারা গেছে ৭ জন ও চিকিৎসাধীন আছেন ২৩ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয় ১২ জনের তার মধ্যে ৭ জনের করোনা শনাক্তা হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমরুল হাসান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম, জয়নাল আবেদীন প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

    রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার সন্ধ্যা...