More

    পিরোজপুর/ স্মার্টফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর গলায় ফাঁস

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় মারজিয়া আক্তার নামের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার সকালে নিজ ঘরে নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আতহত্যা করে সে।

    মারজিয়া উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফকিরহাট এলাকার আবুল কালামের মেয়ে। পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ চৌকিদার বরিশালটাইমসকে জানান, ওই এসএসসি পরীক্ষার্থী মা-বাবার কাছে কয়েকদিন আগে একটি ভালো মোবাইল ফোন চেয়েছিল। মোবাইল না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে শোনা গেছে।

    ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ আহম্মেদ বরিশালটাইমসকে জানান, একটি স্মার্ট মোবাইল ফোনের জন্য ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...