More

    বরিশালে মহাসড়ক অবরোধ করে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ

    অবশ্যই পরুন

    বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে গণহারে মামলা ও প্রতিবাদ করায় শ্রমিকদের ট্রাফিক পুলিশ মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রতিবাদস্বরুপ অটোরিকশা শ্রমিকেরা বৃহস্পতিবার (০৮ জুলাই) সন্ধ্যা রাতে শহরের চৌমাথা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    অটোরিকশা শ্রমিকেরা জানিয়েছে, চলমান লকডাউনের ৮দিন অতিবাহিত হলেও অটোরিকশা শ্রমিকদের ন্যূনতম কোনো ত্রাণ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। ক্ষুদার যাতনায় শ্রমিকেরা রিকশা নিয়ে রাস্তায় নামলে গণহারে মামলা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে মারধরও করা হয়।

    শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া বাসদ বরিশাল শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী বরিশালটাইমসকে জানান, এখন পর্যন্ত লকডাউনে অন্তত এক হাজারের বেশি অটোরিকশায় মামলা দেওয়াসহ তার কেটে দিয়েছে ট্রাফিক বিভাগ। এসব ঘটনায় প্রতিবাদ করায় শ্রমিকদের মারধরও করা হচ্ছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমাথা এলাকায় ট্রাফিক পুলিশ কয়েকটি অটোরিকশায় মামলা দিয়েছে। এর প্রতিবাদ করায় শ্রমিকদের ওপর পুলিশ হামলা করেছে। এই হামলার প্রতিবাদ ও ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা।

    তাদের এই দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন, বাসদ নেত্রী।

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধদের শান্ত করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...