সংবাদ প্রকাশক ও সংবাদ সংস্থার কনটেন্ট ব্যবহারের জন্য তাদের অর্থ দেয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সার্চ ইঞ্জিন গুগলকে এই জরিমানা করেছে ফ্রান্স। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার অঙ্ক প্রায় পাঁচ হাজার কোটি টাকা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংবাদ প্রকাশকারী সংস্থার কপিরাইট নিয়ে বিশ্বজুড়ে চলমান বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটলো এই জরিমানার মধ্য দিয়ে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের কম্পিটিশন অথরিটি গুগলকে এই জরিমানা করেছে। এই কর্তৃপক্ষ গত বছর সার্চ রেজাল্টে আর্টিকেলের সারসংক্ষেপ দেখানো নিয়ে সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে গুগলকে নির্দেশ দিয়েছিলো। তবে গুগল কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে, সমঝোতা চুক্তিতে পৌঁছাতে তাদের প্রচেষ্টাকে উপেক্ষা করা হয়েছে।২০১৯ সালে ডিজিটাল কপিরাইট নির্দেশনাকে আইনে পরিণত করে ফ্রান্স। যার আওতায় গুগলকে সংবাদ প্রকাশক ও সংবাদ সংস্থার কনটেন্ট ব্যবহারের জন্য অর্থ দিতে হবে।