প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী সাতটি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।
সকালে ২নং বার্থী ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক হাওলাদরকে ইউপি সদস্যরা ও সুধিজন ফুলের শুভেচ্ছা জানান। পরে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ইউপি সচিব অভিলাষ বাড়ৈ সৌরভ নবনির্বাচিত ইউপি সদস্য বজলুর রশিদ, আব্দুস সোবহান, করিম লস্কর, বদরুজ্জামান খান সবুজ, নুর মোহাম্মদ, সংরক্ষিত নারী সদস্য শাহনাজ বেগম, রেবেকা সুলতানা, রানু বেগম, ইউনিয়ন উদ্যোক্তা সাগর প্যাদা, সৌরভ হোসেনসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।