More

    গৌরনদীতে টরকী বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতি।

    অবশ্যই পরুন

    দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী বন্দরের ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে গণডাকাতি করে ৩৩ লাখ টাকা লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
    ডাকাত কবলিত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাফ প্যান্ট পরিহিত ২৫/৩০ জন সশস্ত্র ডাকাত দল বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শাটার ও তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে। এসময় দোকানের মধ্যে থাকা লোকজনদের মারধর ও জিম্মি করে ব্যবসা প্রতিষ্ঠানের আলমিরা এবং সিন্দুক ভেঙ্গে নগদ টাকা লুট করে নিয়ে যায়।
    এবিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, খবরপেয়ে রবিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার...