জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন কৃষি মন্ত্রী শহীদ আঃ রব সেরনিয়াতসহ ১৫ আগষ্ট ঘাতকের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বরিশালের গৌরনদীতে এক যোগে ৬৬৫টি মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল থেকে মসজিদে মসজিদে কোরানখানি, জহর বাদ বঙ্গবন্ধু ও তার স্বজন এবং তৎকালীন কৃষি মন্ত্রী শহীদ আঃ রব সেরনিয়াতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি নারী মুক্তিযোদ্ধা সাহ নারা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সী, বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামীলীগ নেতা আঃ হালিম সরদার, ডেপুটি কমান্ডার আবুল হোসেন বেগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক বেপারীসহ দলীয় নেতৃবৃন্দ।