More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ বছরের পরিবহন ও হল ফি মওকুফ

    অবশ্যই পরুন

    করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের গত ১ বছরের পরিবহন ও হল ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির এক জরুরি অনলাইন সভায় রোববার বিকেলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর খোরশেদ আলম।

    তি‌নি বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে রোববার বিকেলে পরিবহন ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া যারা এরইমধ্যে পরিবহন ফি জমা দিয়েছে তাদের টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে।

    গত মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের নোটিশ জারি করে। সেখানে পরিবহন ফি বাবদ টাকা চাওয়া হলে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

    শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে মহান বিজয়...