More

    ব্যবসায়ীদের দখলে আমতলী-তালতলী মহাসড়ক

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলী সদরের রাস্তার দুইপাশ স্থানীয় ব্যবসায়ীদের দখলে। দোকানের মালপত্র, পানির ট্যাংক ও হার্ডওয়্যার মালামাল রাস্তার পাশে রাখার কারণে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না পথচারীরা। তারা নেমে আসে রাস্তায়, এতে ব্যাহত হয় যানবাহন চলাচল।
    অভিযোগ রয়েছে- এ সড়ক দিয়ে চলাচলের সময় কোনো কারণে সড়কে রাখা মালামালের ক্ষতি হলে ব্যবসায়ীরা ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করেন। ক্ষতিপূরণ না দিলে পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

    ভুক্তভোগী ইব্রাহিম হাওলাদার বলেন, তালতলী বড় মসজিদের সামনের সড়কের দুই পাশে সোহেল হার্ডওয়্যার দোকানের মালপত্র রাখার কারণে সড়কটি সরু হয়ে গেছে। কয়েকদিন আগে আমি ওই রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে মালামালের উপরে পড়ে যাই। এরপর আমাকে সহায়তা করা তো দূরে থাক উল্টো ব্যবসায়ী সোহেল এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার মালামালের ক্ষতিপূরণ না দিলে বেঁধে রাখার হুমকি দেয়।

    ব্যবসায়ীদের দখলে আমতলী-তালতলী মহাসড়ক

    সরেজমিনে দেখা গেছে, তালতলী ভূমি কার্যালয় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আমতলী-তালতলী মহাসড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তার দুইপাশে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল রেখে দখল করেছে। ফলে সড়কটি সরু হয়ে গেছে। এতে বাধ্য হয়ে পথচারীরা রাস্তার মাঝ দিয়ে হাঁটছে। ফলে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ঘটছে দুর্ঘটনা।

    অভিযুক্ত হার্ডওয়্যার ব্যবসায়ী সোহেল জানান, শুধু তিনি নন- আরো অনেক ব্যবসায়ী রাস্তায় ও ফুটপাতে মালামাল রেখেছেন। ফুটপাত দখলমুক্ত করতে হলে সব ব্যবসায়ীর মালামাল অপসারণ করতে হবে।

    তালতলীর ইউএনও কাওসার হোসেন বলেন, এটি একটি পুরোনো সমস্যা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অনেকবার আলোচনা করা হয়েছে। তালতলী বাজার কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে বলা হয়েছে- রাস্তার পাশে এসব মালামাল সরিয়ে রাখার জন্য অন্যথায় প্রশাসন অভিযান চালিয়ে উচ্ছেদ করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তুষখালীতে জামায়াত ইসলামের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের তুষখালী কলেজ প্রাঙ্গণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের ভোট...