More

    গৌরনদীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক মো. ইউসুফ মিয়া (৩৬) নিহত হয়েছে। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে স্থানীয় দক্ষিণ মাহিলাড়া এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়েকরএই দুর্ঘটনা ঘটে।

    নিহত ইউসুফ ভোলার লালমোহনের লেঙ্গুটিয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

    গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ বেল্লাল হোসেন বরিশালটাইমসকে জানান, ঢাকা থেকে মাইক্রোবাসে যাত্রী নিয়ে বরিশাল এসে তাদের নামিয়ে দিয়ে ফের ঢাকার উদ্দেশে ফিরছিলেন ইউসুফ মিয়া। বিকেল পৌনে ৪ টার দিকে মহাসড়কের গৌরনদীর দক্ষিণ মাহিলাড়া এলাকা অতিক্রমকালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে যায়। চালক ইউসুফ মিয়া গুরুতর আহত হয়।

    পুলিশ জানায়- স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক ইউসুফ মিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

    এদিকে বিষয়টি ইউসুফের পরিবারকে মুঠোফোনে জানানো হয়েছে, জানান হাইওয়ে থানার ওসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...