More

    দৃষ্টি নন্দন মডেল মসজিদ ‍এখন বরিশালে

    অবশ্যই পরুন

    বরিশাল নিউজ ডেস্ক : স্বাভাবিক অর্থে মসজিদ কে নামাজ পড়ার স্থান হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু এটি এমনই একটি মসজিদ যার মধ্যে থাকবে ইমাম প্রশিক্ষন কেন্দ্র,

    গণশিক্ষা কেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করার স্থান, সভাকক্ষ, অফিস কক্ষ, ইসলামিক চর্চা কেন্দ্র, গেস্ট রুম, মহিলা ও পুরুষদের জন্য নামাজের পৃথক স্থান, মক্তব, ইমাম ও মুয়াজ্জিনের থাকার স্থান, গাড়ি পার্কিং, মহিলা ও পুরুষদের পৃথক ওজুখানা, লাইব্রেরী।

    যার অবস্থান বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় ( পানির ট্যাঙ্কি সংলগ্ন)। এই মডেল মসজিদ বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ নির্মান প্রকল্প বাস্তবায়ন করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের গণপূর্ত অধিদপ্তর।

    বিষয়টি অবিশ্বস্য মনে হলেও বাস্তবে এমন মসজিদ দৃশ্যমান বরিশালে।

    সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান প্রকল্প গ্রহণ করা হয় ২০১৮ সালে। প্রতিটি মসজিদের জন্য নির্মান ব্যয় নির্ধারন করা হয় ১৩ কোটি টাকা। কার্যকাল ছিলো দেড় বছর। কিন্তু প্রথমে জমি সংকট এবং পরবর্তীতে করোনা মহামারীর কারনে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা যায়নি নির্মান কাজ। তবে বর্তমানে অধিকাংশ মসজিদেরই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

    বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। নিহত জয় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের...