বরিশাল নিউজ ডেস্ক : বরিশাল জেলায় ১৬.১০ কিলোমিটারসহ বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের চারটি মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে বরিশালসহ দেশের ৫০টি জেলায় ১শ মহাসড়কের ২০৪৯ দশমিক ১৭ কিলোমিটার সড়কপথ উদ্বোধন করেন ।
বরিশাল প্রশাসনিক বিভাগের ৪টি মহাসড়ক হচ্ছে- বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক ও পটুয়াখালী-আমতলী-বরগুনা-কাকচিড়া আঞ্চলিক মহাসড়ক। মাদারীপুর-পাথারিয়ারপাড়-ডাসার-আগৈলঝাড়া জেলা মহাসড়ক ও গুইংগারহাট-চরপাতাস্কুল-দলিলখাঁর হাট-দৌলতখান হ্যালিপ্যাড-দৌলতখান বাজার জেলা মহাসড়ক।
এর মধ্যে ৪০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বরিশাল জেলায় ১৬.১০ কিলোমিটার ও ১০৪ কোটি ৯৩ লাখ টাকায় বরগুনা জেলায় ২০.৫১ কিলোমিটার মহাসড়ক নির্মাণ হয়েছে। পিরোজপুর জেলায় ৬৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ২০.৭৮ কিলোমিটার, ভোলা জেলায় ২৯ কোটি ৪৯ লাখ টাকায় ১১.৫৬ কিলোমিটার ও ঝালকাঠি জেলায় ১৩৯ কোটি টাকা খরচে ৩৮.৩১ কিলোমিটার দৈর্ঘ্য মহাসড়ক নির্মিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।