আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ৬৮টি গীর্জায় নির্বিঘ্ন ধর্মীয় অনুষ্ঠান পালন
করতে থানা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে । গীর্জাগুলোতে বড়দিন পালনের জন্য ৬৮টি গীর্জায় ৩৪ মেট্টিক টন চাল বরাদ্দ করেছে সরকার।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার ৫টি
ইউনিয়নের ৬৮টি গীর্জায় খ্রিষ্ঠ সম্প্রদায়ের ধর্মপ্রাণ লোকজন বিশেষ
প্রার্থণা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। তাদের নিরাপত্তা প্রদানের জন্য
ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে থানা প্রশাসন। ২৪ ডিসেম্বর রাত
থেকে ২৫ ডিসেম্বর সকাল পর্যন্ত গীর্জা গুলোর সার্বিক নিরাপত্তায় পুলিশ
মোতায়েন করা হবে। এর আগেও পুলিশী নজরদারি থাকবে গীর্জাগুলোতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, বড় দিন উপলক্ষে
৬৮টি গীর্জার অনুকুলে বরাদ্দ চেয়ে তার দপ্তরে আবেদন করা হয়েছে। ওই সকল
আবেদনের প্রেক্ষিতে সরকার প্রতিটি গীর্জার জন্য ৫শ কেজি করে চাল বরাদ্দ
করেছে।
সরকারী বরাদ্দের অনুদান বিতরণ পূর্বক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল
কুমার বাড়ৈ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন,
উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী প্রমুখ।
বরিশাল নিউজ/এসএলটি