More

    বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৬

    অবশ্যই পরুন

    বরিশাল নিউজ ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কে এক দুর্ঘটনায় ১৬ জন হতাহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরীর কাশীপুর চৌরাস্থা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    এসব তথ্য নিশ্চিত করেন বরিশাল মেট্রোপ‌লিটনের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন। তিনি বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অবস্থায় আবুল কালামকেও হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

    বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার শিকার বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

    জানা গেছে, ঢাকা থেকে ব‌রিশালগামী ইসলাম পরিবহন (এ‌বিএম ব্লু স্কাই) ও বরিশাল থেকে স্বরুপকা‌ঠিগামী এসআর ক্লাসিক পরিবহনে মুখোমু‌খি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় নিহত হয়েছেন একজন। বাকি ১৫ জনকে আহত অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতের নাম আবুল কালাম। তিনি বাবুগঞ্জ উপজেলার মা‌নিককা‌ঠি এলাকার বাসিন্দা ও এসআর ক্লাসিক পরিবহনের চালক ছিলেন।

    দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও যান চলাচল শুরু হয়।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবের আবহে মহান বিজয় দিবস উদ্‌যাপন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মরণে বরিশালের উজিরপুর উপজেলায় যথাযোগ্য...