বরিশাল নিউজ ডেস্ক; দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার তৃতীয় দিনের শেষ সেশনে ২৩১ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের বিপরীতে ভারত করেছিল ৩১৪ রান।
বাংলাদেশের দুইশ ছাড়ানো স্কোরের মূল কারিগর লিটন দাস ও জাকির হাসান। লিটন খেলেন সর্বোচ্চ ৭৩ রানের দারুণ এক ইনিংস। তার ৯৮ বলের ইনিংসে ছিল ৭ চার।
জাকির ১৩৫ বলে ৫১ রান করেন ৫ চারে। তাসকিন আহমেদের কথা আলাদা করে বলতেই হবে। অষ্টম উইকেটে লিটনের সঙ্গে ৬০ রানের জুটি উপহার দেন তিনি। শেষ পর্যন্ত ৩১ রানে যিনি অপরাজিত ছিলেন।
নুরুল হাসান সোহান ২৯ বলে ৩১ রান করেন। সপ্তম উইকেটে লিটনের সঙ্গে তিনি উপহার দেন ৪৬ রানের জুটি।
ভারতের পক্ষে সর্বাধিক ৩ উইকেটে নিয়েছেন অক্ষর প্যাটেল। দুটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ। ১টি উইকেট নিয়েছেন উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।
প্রথম টেস্ট জেতায় সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।
বরিশাল নিউজ/এসএলটি