More

    বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

    অবশ্যই পরুন

    থাকব ভালো রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসি আয়ে গড়ব বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে টিটিসির কনফারেন্স রুমে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বরিশাল সদর বরিশাল আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অধ্যক্ষ বরিশাল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গোলাম কবির, অধ্যক্ষ, অধ্যক্ষ, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ আহমেদ আল ইমরান।

    সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় আরিফ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অতিথিরা নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...