More

    অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

    অবশ্যই পরুন

    অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শনিবার সকালে নগরীর কালিবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

    জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল্ মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ শহীদুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন পরিচালক (উপ-সচিব) বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল জাবির আহাম্মেদ, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মেমী আক্তারসহ প্রশিক্ষণার্থী প্রশিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ৫০ জনের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, একটি সেলাই মেশিন, সনদ পত্র ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় মাদকের টাকা নিয়ে বিরোধ, বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

    বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের একপর্যায়ে পাল্টা ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর...