More

    শব্দাবলীর নাট্যোৎসব শুরু অংশ নিচ্ছে ৭ নাট্যদল

    অবশ্যই পরুন

    নাট্যাচারে সৃজিত হোক অদম্য অগ্রযাত্রা” শ্লোগানে নগরীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব।

    বাংলাদেশের অন্যতম ও খ্যাতনামা নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ স্টুডিও থিয়েটারের নিজস্ব ভবনে এই নাট্যোৎসবে অংশ নিতে ইতিমধ্যেই নগরীতে এসে পৌছেছে ঢাকার পদাতিক। তাদের নাটকের প্রদর্শনী ৭ জানুয়ারি সন্ধ্যায়।

    এছাড়াও চট্টগ্রাম, কুষ্টিয়া থেকেও নাট্যোৎসবে অংশ নিতে আসছে রবীন্দ্রনগর নাট্যযুদ্ধ, কথক থিয়েটার ও থিয়েটার। শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমকে উৎসর্গিত এই নাট্যোৎসবের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোঃ ছাদেকুল আরেফিন। এই নাট্যোৎসবের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন রেজা ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম জাহাঙ্গীর।

    ৬ থেকে ১৩ জানুয়ারি সপ্তাহব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধনী পর্ব শেষে উপসংহার নিয়ে মঞ্চে আসে শব্দাবলী গ্রুপ থিয়েটার।

    লুকাস ভবনের স্টুডিও থিয়েটার মঞ্চ তখন কানায় কানায় পূর্ণ। শব্দাবলী সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক নাট্যজন কাজল ঘোষ উপস্থিত ছিলেন। উপস্থাপক ছিলেন সাংস্কৃতিকজন ছড়াকার শুভংকর চক্রবর্তী। শনিবার এই মঞ্চে পদাতিক নাট্য সংসদ টিএসসি পরিবেশন করবে তাদের উল্লেখযোগ্য নাটক গহনযাত্রা। ৮ জানুয়ারী নানা রঙের দিন শরতের মেঘ পরিবেশন করবে চারুনীড়ম থিয়েটার।

    ৯ জানুয়ারি নিখাই নাটকের প্রদর্শনী করবে থিয়েটার। ১০ জানুয়ারি দহনরাত নিয়ে মঞ্চে আসবে রবীন্দ্র নাট্য যুধ। ১১ জানুয়ারি বুধবার সংলাপ গ্রুপ থিয়েটারের বোধ এবং ১২ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামের অস্পৃশ্য পরিবেশিত হবে এই মঞ্চে।

    ১৩ জানুয়ারি শব্দাবলী গ্রুপ স্টুডিও থিয়েটারের পরিবেশনা বৈশাখিনী দিয়ে এই নাট্যোৎসবের সমাপ্তি সাজানো হয়েছে বলে জানালেন নাট্যজন ও স্টুডিও থিয়েটারের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল। তিনি বলেন, ইচ্ছে আছে সমাপনী অনুষ্ঠানে ব্যতিক্রম কিছু আয়োজন রাখার। আমাদের প্রয়াত নাট্যজন গিয়াসউদ্দিন ও মিলন স্মরণে তাদের নামে গিয়াস-মিলন পদক ২০২২ পদক প্রদান করা হবে। শেষদিন এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...