More

    কীটনাশক পানে রিকশা চালকের মৃত্যু

    অবশ্যই পরুন

    পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করা সোবাহান গোমস্তা (৩২) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

    মৃত সোবাহান গোমস্তা উপজেলার দিয়াশুর গ্রামের আবু বকর গোমস্তার ছেলে।
    নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে কীটনাশক পান করেন সোবাহান। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হেলাল উদ্দীন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

      বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...