বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সচিব অবিনাশ বাড়ৈর স্ত্রী সুচন্দা বাড়ৈর (৩২) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে গৌরনদী পৌর সদরের চরগাধাতলী এলাকার ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, তিন মাস আগে দ্বিতীয় সন্তান জন্মদানের পর সুচন্দা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাকে মানসিক রোগের চিকিৎসক দেখানোর পরেও তিনি সুস্থ হননি।
সোমবার দুপুরে পরিবারের সবার অজান্তে বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুচন্দা।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল নিউজ/স্ব/খ