More

    রহস্যে ঘেরা ভিপি নুরের রাজনীতি

    অবশ্যই পরুন

    রাজনীতির ময়দানে আলোচিত এক চরিত্র ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সরকারদলীয় নেতা থেকে শুরু করে আন্দোলনরত বিভিন্ন দল সম্পর্কে প্রায়ই নানা মন্তব্য করেন তিনি। কখনো পক্ষে বলেন, কখনো বিপক্ষে।

    কোনো একটি বিষয়ে সময়ে সময়ে অবস্থান বদলের কারণে রাজনৈতিক মহলে বেশ আলোচিত নুর। বিভিন্ন সময় আওয়ামী লীগকে চাঁদাবাজ, ধান্দাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপারের দল বলেও মন্তব্য করেন। আবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলেও ডাকেন।

    তিনিই খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। আবার তারেক রহমানেরও তীব্র সমালোচনা করেন। এমন বহুমুখী আচরণের কারণে নুরের রাজনৈতিক তৎপরতার শুরু থেকে এখন পর্যন্ত সরকারের মনোভাব ও পদক্ষেপের কারণেই তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে গোলকধাঁধা তৈরি হয়েছে।

    সরকারের সমালোচনা বা কঠোর রাজনৈতিক কর্মসূচির কারণে গত এক দশকে বিভিন্ন দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলে তাকে দ্রুত গ্রেপ্তার করতে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা বাদ যাননি। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম নুর। বিভিন্ন সময়ে সরকারের কঠোর সমালোচনা করলেও একবারের জন্যও জেলে যেতে হয়নি তাকে। এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পরও গ্রেপ্তার হননি তিনি।

    সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি প্রকাশ হওয়ার পর নুরের দলের নেতাকর্মীরা এটিকে ভুয়া ও এডিটেড বলে মন্তব্য করেন। যদিও নুর নিজে এ ধরনের বৈঠককে অন্যায় মনে করেন না বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন। এমন বৈঠকের সুযোগ পেলে লুফে নিতেন বলে এক ভিডিওতে তিনি বলেন।

    বিদেশ সফরে সাফাদির সঙ্গে ‘ওই বৈঠকের’ পর অনেকেই ধারণা করেছিলেন, দেশে ফিরলেই নুর আইনি জটিলতায় পড়বেন। কিন্তু তেমন কিছু তো হয়ইনি, উল্টো তার দলের নেতাকর্মীরা নির্বিঘ্নে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

     বরিশাল ডট নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...