More

    বা‌কেরগঞ্জে ৫ কোটি টাকার সিগা‌রেট উদ্ধার ,চোরাচালান না-কী নকল সিগা‌রেট

    অবশ্যই পরুন

    ব‌রিশা‌লে কু‌রিয়ার সা‌র্ভিসের কাভার্ড ভ‌্যান থে‌কে ব‌্যানসন এবং হ‌লিউ‌ড ব্রা‌ন্ডের নকল ৮ হাজার ৫০০ প‌্যা‌কেট সিগা‌রেট জব্দ ক‌রে‌ছে পু‌লিশ।

    শুক্রবার রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বা‌কেরগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক সত‌্যরঞ্জন খাস‌কেল।

    তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বিকা‌লে বা‌কেরগঞ্জ বাসস্ট‌্যান্ড এলাকায় অ‌ভিযান চালা‌লে পটুয়াখালীগামী রেড এক্স কু‌রিয়ার সা‌র্ভিসের কাভার্ড ভ‌্যানে তল্লাশি চালা‌নো হয়।

    এসময় ওই কাভার্ডভ‌্যান থে‌কে ১৭ কার্টন সিগা‌রেট জব্দ করা হয়। প‌্যা‌কেটে ব্রিটিশ টোবা‌কোর ব‌্যানসন ও হ‌লিউড ব্রা‌ন্ডের লেখা থাকলেও থানায় নি‌য়ে যাচাই বাছাই করা হ‌লে সিগা‌রেটগু‌লো নকল ব‌লে নি‌শ্চিত হওয়া যায়।

    তি‌নি ব‌লেন, নকল সিগা‌রেটগু‌লো পাবনা থে‌কে জ‌নৈক নাঈম না‌মের এক ব‌্যক্তি পটুয়াখালী ও কলাপাড়ায় কু‌রিয়া‌রের মাধ‌্যমে পাঠা‌চ্ছি‌লো। সেখা‌নে প্রাপ‌কের নামের স্থা‌নেও নাঈম লেখা র‌য়ে‌ছে।

    থানা সূ‌ত্রে জানা গে‌ছে, সন্ধ‌্যা ৮টার দি‌কে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ফরহাদ সরদার নাঈম না‌মের ওই ব‌্যক্তি‌কে মু‌ঠো‌ফো‌নে কল করে শ‌নিবা‌রের ম‌ধ্যে থানায় আসার কথা বল‌লে নাঈম না‌মের ওই ব‌্যক্তি ফোন কে‌টে দেন। পরবর্তী‌তে নাঈ‌মের মু‌ঠো‌ফে‌ান বন্ধ পাওয়া যায়।

    অপর‌দি‌কে বিশ্বস্ত এক‌টি সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে, ব‌রিশাল নগরী‌তে দীর্ঘবছর ধরে নকল ও চোরাচালান সিগা‌রেট বিক্রি কারার একটি চক্র থাকার অভিযোগ রয়েছে । নকল সিগা‌রেট তারা ব‌রিশা‌লে বিভিন্ন এলাকায় সাপ্লাই করে থা‌কে ।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...