আওয়ামী লীগ কখনো পিছু হটে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর মাদ্রাসা মাঠে রবিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় এক উদ্বোধনী জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে একযোগে ২৬ প্রকল্প উদ্বোধন করেন তিনি।
বিকেল তিনটায় ভাষণ দেয়ার কথা থাকলেও সকাল ১১টার মধ্যেই প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য উদগ্রীব জনতা জনসভাস্থলে উপস্থিত হয়। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী।
এসময় ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, জিয়াউর রহমান সেদিন আমাকে আসতে দেননি। কিন্তু আমি জোর করে দেশে এসেছি গণমানুষের সেবা করার জন্য।
বিগত জোট সরকারের শাসনামলে রাজশাহীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নজিরবিহীন সন্ত্রাসের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা ২০০১ সালে দেখেছেন, মা-বাবা নৌকায় ভোট দেয়ার জন্য সন্তানকে গণধর্ষণ (সংঘবদ্ধ ধর্ষণ) করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। কিন্তু নৌকা আছে বলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা মাত্র ২০ টাকা কেজিতে চাল খেতে পারি। যারা নিম্নবিত্ত তারাও কম দামে খেতে পারেন।
শেখ হাসিনা বলেন, আমরা জনগণকে দেয়া ওয়াদা রক্ষা করি। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ। আমরা আরো উন্নয়ন চাই।
তিনি বলেন, আজকে চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছি। এর আগে যমুনা সেতু করেছি। আরো অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আমরা চাই দেশের আরো উন্নয়ন হোক। দেশের মানুষ ভালো থাকুক।
সবশেষে নৌকায় ভোট প্রার্থনা করে প্রধানমন্ত্রী বলেন, আশা করি, সামনের নির্বাচনে আপনারা অবশ্যই নৌকায় ভোট দেবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন। যাতে ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি।
বরিশাল ডট নিউজ/স্ব/খ