জ্যেষ্ঠ প্রতিবেদক: আর অল্প কিছুক্ষন পর বরিশালে শুরু হবে বিএনপি’র বিভাগীয় সমাবেশ। নগরীর জিলাস্কুল মাঠে আয়োজন করা হয়েছে সমাবেশের। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ সহ ১০ দফা দাবিতে এ সমাবেশের ডাক দেয়া হয়েছে। ইতিমধ্যে বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে দলের নেতা কর্মিরা এসে অবস্থান নিয়েছেন নগরীতে। এবারের সমাবেশে শহরের চেয়ে গ্রামীন এলাকার মানুষের মধ্যে সাড়া এবং চাঞ্চল্য পড়েছে বেশী।

সমাবেশে যোগ দিতে নদী পথেও আসছে নেতা-কর্মিরা। ভোলা থেকে শতাধিক ট্রলার নিয়ে নেতা কর্মিরা আসছেন বরিশালে। বরিশাল জেলার হিজলা-মুলাদী-মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে ট্রলারে চেপে নেতা কর্মিরা আসছেন বরিশালে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ পাওয়া যায়নি।