জ্যেষ্ঠ প্রতিবেদক: বরিশালে ঢিল ছোড়া দুরত্বে একই সময়ে সমাবেশ করছে বিএনপি ও আওয়ামীলীগ। এখন পর্যন্ত সমাবেশ দু’টি শান্তিপূর্নভাবে চলছে। বিএনপি’র সমাবেশ সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ ১০দফা বাস্তবায়নের লক্ষ্যে। অপরদিকে আওয়ামীলীগের সমাবেশ দেশে বিরোধী দলের সন্ত্রাস, নৈরাজ্য ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার সমাবেশ।
বিরোধী দল বিএনপি তাদের কর্মসূচি সফল করার জন্যে গত কয়েকদিন ধরেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় উপজেলায় গনসংযোগ ও প্রচার-প্রচারনা চালিয়ে আসছিলো। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগ একদিন পূর্বে তাদের শান্তি সমাবেশ কর্মসূচি পালনের ঘোষনা দেয়।

দলীয় সূত্র বলছে, বিএনপি সমাবেশ করছে বরিশাল জিলা স্কুল মাঠে। আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আঞ্চলিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান বলেছেন, তারা বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্যে চেয়েছিলেন। বিকল্প হিসেবে নগরীর ফজলুল হক এভেনিউ’র জেলা পরিষদ পুকুর পাড়ের সড়ক ব্যবহারের জন্যে চেয়েছিলেন। বেলস পার্ক এ চলমান এসএমই মেলা এবং জেলা পরিষদ ও সিটি করপোরেশন সামনের সড়ক যানজট সহ অন্যান্য বিশৃংখলার কারনে অনুমতি দিতে চায়নি। ফলে তাদেরকে জিলা স্কুলের বদ্ধ মাঠ সমাবেশের জন্যে অনুমতি দিয়েছে প্রশাসন।
অপরদিকে মহানগর বিএনপি শান্তি সমাবেশ করছে জেলা পরিষদ পুকুর পাড় ফজলুল হক এভেনিউ সড়ক জুড়ে। সেখানে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করছেন। সমাবেশ এখন পর্যন্ত শান্তিপূর্নভাবে চলছে। দু’টি সমাবেশের দুরত্ব প্রায় তিনশো ফুট। তবে দু’টি দলের মাইক রয়েছে ঢিল ছোড়া দুরত্বে।