More

    জনগনের প্রতিনিধিত্ববিহীন সরকারকে বিদায় নিতে হবে-ড. মঈন খান

    অবশ্যই পরুন

    জ্যেষ্ঠ প্রতিবেদক: বরিশালের বিভাগীয় সমাবেশে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন- বর্তমান সরকার জনগনের প্রতিনিধিত্ববিহীন সরকার। এ সরকারকে অচিরেই বিদায় নিতে হবে। বিএনপি ক্ষমতার জন্যে মোহগ্রস্ত নয়। ক্ষমতার জন্য নয়, মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি।

    তিনি আজ বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে বক্তৃতা করছিলেন। মঈন খান বলেন, এ সরকার যদি মানুষকে ভালোবাসে , গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে জুলুম অত্যাচার বন্ধ করে জনগনের আসুক।

    ১২ কোটি মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, সরকার গঠন করে দেশ পরিচালনা করবে এতে আওয়ামীলীগের এতো ভয় কিসের। মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, এডভোকেট জয়নুল আবেদীন।

    বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন- যে জাতি দেশের জন্যে রক্ত দেয়,জীবন দেয় তাকে দামিয়ে রাখা যায়না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ নির্বাচনের দাবী বাস্তবায়ন করতে হবে।

    মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দসুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। স্থানীয় নেতাদের মধ্যে ভোলার আলহাজ¦ গোলাম নবী আলমগীর, বরিশালের দেওয়ান মো: শহীদুল্লাহ,

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা

    প্রাকৃতিক সম্পদ আহরণের সব ধরনের ক্রয় ও প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের...