More

    অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বরিশাল আওয়ামীলীগ

    অবশ্যই পরুন

    জ্যেষ্ঠ প্রতিবেদক: শান্তি সমাবেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেছেন- জনগনের শান্তি, জানমাল রক্ষায় আওয়ামীলীগের নেতা কর্মিরা অতন্দ্র প্রহরীর মতো রাস্তায় থাকবে। সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেন, বিএনপি দেশে জালিয়াতি ভোটের জন্মদাতা। ৬লাখ ভুয়া ভোটার সৃষ্টি করে দেশে জালিয়াতির নির্বাচন উপহার দিয়েছিলে। আওয়ামীলীগ ভোট জালিয়াতিতে বিশ্বাস করেনা। গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।

    আজ বিকেলে নগরীর ফজলুল হক এভেনিউতে নগর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, জনগনের সুখ-দুখে পাশে ছিলাম। পাশে আছি, থাকবো।

    শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর কবির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ালীগের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান, গোলাম রব্বানী চিনু, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস, সৈয়দ আনিসুর রহমান প্রমুখ। শান্তি সমাবেশ পরিচালনা করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট গোলাম সরোয়ার রাজীব। দেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা

    প্রাকৃতিক সম্পদ আহরণের সব ধরনের ক্রয় ও প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের...