More

    বরিশালে বিপুল গাঁজা উদ্ধার, আটক ২

    অবশ্যই পরুন

    ডেস্ক প্রতিবেদক: বিপুল পরিমান মাদক পণ্য গাজা সহ ২জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধার করা হয়েছে ৩৫কেজি গাজা। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

    রোববার ভোর ৫টায় উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা-সংলগ্ন ব‌রিশাল-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের মনির বেপারি (৪৮) ও গাজীপুরের সালডোবা এলাকার খোরশেদ আলম।

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হেসেন বলেন, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এরপর সেখানে একটি প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার ও মাদক বহনের গাড়িটি জব্দ করা হয়।

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপ‌রিদর্শক ইশতিয়াক বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

    তাদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

     

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা

    প্রাকৃতিক সম্পদ আহরণের সব ধরনের ক্রয় ও প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের...