কুয়াকাটা প্রতিবেদক:সাগরপাড়ের একটি গ্রাম থেকে একটি বাজপাখী উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের তুলতলী গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়। গ্রামের একটি বিলে খাবার নিয়ে কুকুরের সঙ্গে বাজপাখির তুমুল যুদ্ধ হয়। এতে পাখিটির কিছুটা আহত হয়। তার বাঁ পাশের পাখায় কিছুটা ক্ষত হয়। খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে আহত অবস্থায় পাখিকে উদ্ধার করে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এদিকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির বাজপাখিটি একনজর দেখতে বিপুল সংখ্যক গ্রামবাসী ভিড় করে সেখানে।
স্থানীয় বাসিন্দা মো. মোকছেদ আলী জানান, ছোট বেলায় এমন বাজ পাখি প্রায়ই দেখা যেত। এটি পথ ভুলে হয়তো এ এলাকায় এসেছে । ক্ষুদার কারনে ওই মাঠে নেমেছে বলে তিনি ধারনা করছেন।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম বলেন, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করছিল। এতে পাখিট কিছুটা আহত হয়েছে। আমরা খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি অবমুক্ত করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।