More

    পবিপ্রবিঃ রেজিস্ট্রার পদত্যাগের আন্দোলনকে কেন্দ্র করে হাতাহাতি

    অবশ্যই পরুন

    কামরুল ইসলামের পদত্যাগ ও ‘৬ দফা’ দাবিতে কর্মকর্তা পরিষদের আন্দোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

    সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতা ও রেজিস্ট্রারের অনুসারীদের মধ্যে বেশ কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে।

    আন্দোলনকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কয়েকজন অনুসারী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই আন্দোলনকারীদের কাছ থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার মারামারি হয়।

    এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও কর্মচারী পরিষদের সভাপতি মুজিবুর রহমান মৃধা হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

    আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জসিমউদ্দিন বাদল, শাহীন হোসেন, শামীম আহমেদসহ অনেকে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে একাধিক কর্মকর্তা অভিযোগ করেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।

    তবে ঘটনার পর স্থানীয় নেতারা হস্তক্ষেপ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রেজিস্ট্রারের অনুসারীরা আন্দোলনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ খন্দকার, শহিদুল ইসলামসহ অনেকে।

    উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে রেজিস্ট্রারের অনুসারীরা গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামরুল ইসলাম এ এলাকার সন্তান। তাকে বিতর্কিত করতে কিছু কর্মকর্তা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

    বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, আমরা আমাদের নৈতিক দাবি নিয়ে টানা ১১ দিন আন্দোলন করছি। আজকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে ঘটেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

    এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনায় অংশ নেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান ড.হারুন অর রশিদসহ একাধিক নেতা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মাছের দামে আগুন

    বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম। সোমবার...