More

    কুয়াকাটার ঝাউবনে মানিকগঞ্জের যুবকের মরদেহ!

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিবেদক: সাগরকন্যা কুয়াকাটার ঝাউবন থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহটি অর্ধগলিত। তার পকেট থেকে যে ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গেছে এতে তার নাম লেখা রয়েছে বিল্লাল মিয়া। বয়স ২২ বছর। রবিবার সন্ধ্যার পর মহিপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে ঝাউবাগানে অভিযান চালায় এবং মরদেহটি উদ্ধার করে।

    পুলিশ জানায়, তারা বিকেলে গোপন সংবাদ পান। সন্ধ্যার ঝাউবাগানে অভিযানে নামেন। তারা ধারনা করছেন। চার/পাঁচদিন আগে যুবকটি মারা গেছে। মরদেহটি একটি গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় ঝুলতে ছিলো। লাশের প্যান্টের পকেটে পাওয়া গেছে মোবাইল ফোন, মানিব্যাগ। মোবাইল ফোন ছিলো বন্ধ। এনআইডি’র তথ্য অনুযায়ী বিল্লাল মিয়ার পিতার নাম পান্নু মিয়া। সে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার উত্তর বিল ডাউলি এলাকার পান্নু মিয়ার ছেলে। মহিপুর থানা পুলিশ রাতেই মানিগঞ্জ পুলিশের সাথে লাশের বিস্তারিত পরিচয় উদঘাটনের জন্য যোগাযোগ করেছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে মহিপুর থানা পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ...