পটুয়াখালী কুয়াকাটা সড়কের বল্লবপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে বরগুনার তালতলী যাচ্ছিল।
বাস যাত্রী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ৪০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যায় রোহান পরিবহনের বাসটি। মঙ্গলবার সকালে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লবপুর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয় এবং গাড়ির ব্যাপক ক্ষতি হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চালক ও সুপারভাইজার পলাতক রয়েছে। এবং আপনার মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়েছিল। গুরুতর আহত জিসান ও কোহিনুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারে অভিযান চলছে।