More

    গৌরনদীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    অবশ্যই পরুন

    হাইওয়ে পুলিশের ওসি শেখ বেল্লাল জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি ওসি।

    তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল এক্সপ্রেস নামের বাসটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। আর অজ্ঞাত মোটরসাইকেল আরোহী বরিশালের দিকে যাচ্ছিল।

    “ইল্লা এলাকায় বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। তবে বাসের যাত্রীদের কেউ হতাহত হয়নি।”

    অজ্ঞাতপরিচয় চালকের বয়স ৪৫ বছর বলে অনুমান করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    ওসি আরো জানান, বাসটি আটক করা হলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। এ ঘটনায় গৌরান্দী হাইওয়ে থানায় মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...