বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার কয়রিয়া এলাকার বাসিন্দা এবিএম মাহমুদ আলম সরদার।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এ খুশির খবরে তার সমর্থকরা তার গ্রামের বাড়িসহ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
নবনির্বাচিত সহ-সভাপতি মাহমুদ আলম সরদার বলেন, আমাকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি করায় আমাদের নেত্রী বেগম খালেদাজিয়া ও তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই।
এছাড়া তাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।