পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থায় তানজিন নাহার সোনিয়াকে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ (মন্ত্রণালয়)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, “কিছু অফিসিয়াল প্রক্রিয়া আছে, পরে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সহকারী সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াধীন।
পটুয়াখালী সদর উপজেলায় কর বাবদ ৪ লাখ ৭২ হাজার ২৭০ টাকা বন্ধ করা হয়েছে। কালেকশন রেজিস্ট্রার ও ক্যাশ বই না মানা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগে ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ, ইউপি সচিবকে প্রাত্যহিক কার্যক্রম চালাতে না দেয়া।