রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় শিশুসহ ৫৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল বিকেলে লেক সিটির ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুষ্প রানী বর্মণ ও চায়না রানী বর্মণ। আহতরা হলেন- মীনা রানী বর্মণ, নমিতা বর্মণ ও সতীন্দ্র মণ্ডল। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পর্যটকবাহী নৌকাডুবির হাত থেকে উদ্ধার হওয়া জয় চন্দ্র বলেন, জয়পুরহাট থেকে শিবপূজা উপলক্ষে আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আসি। সেখানে পূজা শেষে গতকাল সকালে রাঙামাটিতে আসি। ফেরার পথে, সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে। বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাটি একটি গাছে ধাক্কা দিলে পানি বাড়তে থাকে।নৌকাটি ধীরে ধীরে ডুবে যায়।এ সময় আশপাশের ট্যুরিস্ট বোটের যাত্রীরা দুর্ঘটনায় ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধার করে।পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে। দল যোগ দেয়।
রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, ‘রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঁচজনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।