ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত নাচ,গান ও কবিতা আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) লতিফা জান্নাতিসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়, বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম, সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করেছেন।