পটুয়াখালীর কলাপারায় পূর্ব টিয়াখালী গ্রামের বাড়ির দোতলা থেকে এক গৃহবধূ মুক্তা বেগমের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে কলাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাতেই স্বামী ইমরান পদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মাহতাব মাতুব্বর বাদী হয়ে মুক্তার স্বামী ইমরান পদ, শ্বশুর সোলেমান পদ, শাশুড়ি জোসনা বেগম, ননদ সুমা বেগমসহ পাঁচজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
করেছিল