More

    স্ত্রীর মর্যাদার দাবিতে রাজশাহী থেকে নলছিটিতে সানজিদা খাতুন

    অবশ্যই পরুন

    স্ত্রীর মর্যাদার দাবিতে ঝালকাঠির নলছিটিতে অবস্থান নিয়েছেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা সানজিদা খাতুন (৪০)।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের হাবিব আকনের ছেলে আক্কাস আকনের বাড়িতে অবস্থান করেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    সানজিদা খাতুন জানান, আক্কাস আকনের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। ১১  জানুয়ারী, ২০২১-এ, তিনি তার ভোটার আইডি পরিবর্তন করেন এবং মুসলিম আইন অনুযায়ী তাকে ২ লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর টাকা নিয়ে বাড়ি চলে আসে। তারপর থেকে আমি তার ফোন বন্ধ করে দিয়েছি। আমি কোন উপায় ছাড়াই তার গ্রামে আসছি। কিন্তু এখানে কোনো টাকা না পেয়ে তার বাসায় থেকেছি।

    স্থানীয়রা জানান, এর আগে আক্কাস পাশের বাড়ি থেকে এক গৃহবধূকে নিয়ে ঢাকায় পালিয়ে যায়। পরে গৃহবধূকে নিয়ে বাড়ি ফিরে আসেন। তার আচরণ ভালো না।

    অভিযুক্ত আক্কাস আকনকে তার স্ত্রী হেপি বেগমের সাথে কথা বললে তাকে পাওয়া যায়নি। আমার স্বামীর নাম আক্কাস আকন। আমার স্বামীর সাথে তার কোন সম্পর্ক নেই।

    স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, রাজশাহীর এক নারী তার স্ত্রীর দাবিতে আক্কাসের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে জানতে পেরেছি।

    মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কেএম মাহবুবুর রহমান সেন্টু বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। মোবাইল ফোনে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিষয়টি আমি অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শর্ত পূরণ করলে নতুন পজিশনে দেখা যাবে নেইমারকে

    ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ দিয়ে জাতীয়...