ঝালকাঠি প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেসক্লাব মিলনায়তনে বুধবার সন্ধ্যা ৭টায় মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ মাসুদ খান ও সদস্য এম জি কিবরিয়া চৌধুরী, সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। মতবিনিময় সভায় অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক মানিক রায়।
সহ—সভাপতি মোঃ আক্কাস সিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় মুঃ রশিদ, দুলাল সাহা, অলোক সাহা, মাসুদুর রহমান পারভেজ, কে এম সবুজ, রহিম রেজা, জহিরুল ইসলাম জলিল, বরকত মৃধা, রাজু খান প্রমুখ প্রেসক্লাব সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকতায় গতানুগতিক ধারায় থেকে এর আত্মমর্জাদা ও গতিধারা পরিবর্তিত হয়ে বর্তমানে কুলি থেকে বিভিন্ন পেশার ব্যক্তিরাও সাংবাদিকতার খাতায় নাম লিখিয়েছেন। আগামীতে সাংবাদিক পেশাগতভাবেই পরিচিতি নিতে পারবেন সেই বিষয় নিয়েই প্রেসকাউন্সিল কাজ করছে। এই ক্ষেত্রে তিনি পেশাদার সাংবাদিকদের সহযোগীতা ও সমর্থন কামনা করছেন।