More

    বরিশালে সাবেক কাউন্সিলর জামাল চৌধুরী আর নেই

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : বরিশালে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতা এমরান চৌধুরী জামাল মারা গেছেন। আজ সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে  নগরীর চৌমাথা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী এবং ২ ছেলে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    এর আগে এমরান চৌধুরী জামাল পৌরসভার কমিশনার ছিলেন। এক সময় জাতীয় পার্টির রাজনীতি করলেও ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগে যোগ দেন তিনি। সবশেষ কমিটি গঠনের সময় ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামাল চৌধুরী।

    বাদ জুমা বরিশাল আঞ্চলিক ইজতেমা মাঠে জানাজা শেষে তাকে চৌমাথা মারকাজ মসদিজ গোরস্থানে দাফন করার কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু হুমায়ুন কবির।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...