ডেস্ক রিপোর্ট : আবারও সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী। বরিশাল সিটি করপোরেশনের কাছে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় রোববার সন্ধ্যার পর বরিশাল নগরীর ৪৩টি সড়কের বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত ৬ মাসে এটি দ্বিতীয়বারের মতো সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা।
রোববার সন্ধ্যার পরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশে রোববার নগরীর ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও ১৫/১৬টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বিল পরিশোধ না করলে সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।
ওজোপাডিকো সূত্র জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিসিসি কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের কথা মৌখিকভাবে বলেছিল, কিন্তু দেয়নি।