ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকাল ৫ টা ৩৩ মিনিটে হাসপাতালে পৌঁছেন তিনি।
এর আগে বিকাল ৪টা ১২ মিনিটে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি।
খালেদা জিয়াকে হাসপাতালে নেয়াকে কেন্দ্র করে দুপুরের পর থেকে গুলশান বাসভবনের আশপাশে নেতাকর্মী জড়ো হতে থাকেন। বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নানা স্লোগান দেন তারা।