ভোলা শহরের কে জাহান আবাসিক হোটেল থেকে মনোজ বাট (৩৫) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মনোজ বাট ভারতের রাজস্থানের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। তার পেশা শিল্প।
পুলিশ জানায়, কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার সঙ্গে থাকা আরও ৬ ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৬ ফেব্রুয়ারি থেকে তারা ভোলায় অবস্থান করছিলেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, কীভাবে এই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে লাশের ময়নাতদন্তের পর জানা যাবে। এছাড়া বাকিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জেলার বিভিন্ন স্কুলে শিশুদের শিল্প শেখানোর জন্য পরিচিত।