More

    বরিশালে জাটকা বিক্রি, ৩জনকে জরিমানা

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ জাটকা বিক্রির দায়ে  বরিশালে তিন মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালত। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার দুপুরে তিন জনকে ৫হাজার টাকার দণ্ডাদেশ দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বাকেরগঞ্জ উপজেলার আলামিন হাওলাদার (৩৫) ও দেলোয়ার হাওলাদার (৪৫) এবং সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া এলাকার কালাম সিকদার (৫০)।

    জেলা মৎস্য বিভাগের ইলিশ কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস জানান, মঙ্গলবার মধ্য রাত থেকে বরিশাল বিভাগের ৩টিসহ দেশের ৫টি অভ্রয়াশ্রমে ২ মাসের জন্য সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ। নিষেধাজ্ঞা চলাকালে আজ দুপুরে এক বিশেষ অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় নগরীর চৌমাথা এলাকা থেকে ২ জন এবং মুন্সি গ্যারেজ এলাকা থেকে ১ জনকে জাটকা ইলিশ বিক্রি করার সময় আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তারা দোষ স্বীকার করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রক্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...