More

    ওসমান হাদির সুস্থতা কামনায় ভলান্টিয়ার্স অব নলছিটির উদ্যোগে দোয়া মাহফিল

    অবশ্যই পরুন

    হাসান আরেফিন,স্টাফ রির্পোটার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আছর শহরের হাইস্কুল মসজীদে স্থানীয় সেচ্ছাসেবীদের সংগঠন ভলান্টিয়ার্স অব নলছিটি এ দোয়া মোনাজাত আয়োজন করে।

    সংগঠনের আহবায়ক মো. শাহাদাৎ আলমের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন।এতে ভলান্টিয়ার্স অব নলছিটির সকল সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্যসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

    উল্লেখ্য, গতকাল শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তার পরিবারের ইচ্ছায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩...